মহামারি আকার ধারণ করেছে তীর খেলা : এ্যাপস বন্ধ করতে বিটিআরসিকে দক্ষিণ সুরমা উপজেলা ইউএনও’র চিঠি

আশরাফুল ইসলাম ইমরান, দক্ষিণ সুরমা থেকে সর্বনাশা তীর। বিদ্ধ করছে পকেট। সর্বশান্ত হচ্ছে লোকজন। শিলং তীর। জুয়াড়ীরা যাকে ভাগ্যের খেলা বলে থাকে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে খেলায় জড়িতদের আটক অভিযান করেও থামানো যাচ্ছে না, শিলং তীর নামক এ জুয়া খেলাটি। প্রশাসন বলছে খেলাটি সম্পূর্ণ ইন্টারনেট নির্ভর। যা মোবাইলের মাধ্যমে জুয়াড়ীরা খেলে থাকে। যার কারণে এ খেলায় জড়িতদের ধরতে পুলিশকে হিমশিম খেতে হয়। খেলাটি এখন এমন মহামারি আকার ধারণ করেছে যে, শহর থেকে শুরু করে গ্রামাঞ্চলের প্রায় প্রতিটি এলাকার পাড়া মহল্লায় ছড়িয়ে পড়ছে। রাতারাতি বড়লোক হওয়ার আশায় জুয়া নামক এ খেলাটি … Continue reading মহামারি আকার ধারণ করেছে তীর খেলা : এ্যাপস বন্ধ করতে বিটিআরসিকে দক্ষিণ সুরমা উপজেলা ইউএনও’র চিঠি